
ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
১৬ জানুয়ারি, মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রশিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৭ জানুয়ারি, বুধবার সকালে এই তথ্য জানান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
আটককৃতরা হলো, নান্দাইল উপজেলার মৃত রহমত আলীর ছেলে মকবুল হোসেন (৩৭), করিমগঞ্জ থানার মন্টু মিয়ার ছেলে দীপক (২১) ও ফজলুল হকের ছেলে রাজন (৩০)।
ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে আটক করতে পারলেও এ সময় দৌড়ে পালিয়ে যায় আরও ৭ জন।
এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিবার্তা/সাজ্জাদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]