
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল ওরফে মারো সামাদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
১৫ জানুয়ারি, সোমবার বিকেলে উপজেলার কোমরপুর হাট সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস সামাদ মণ্ডল পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপি’র সর বঙ্গ ভাদুরিয়া গ্রামের আফছার মণ্ডলের ছেলে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুস সামাদ মন্ডল ৮ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে স্থানীয় কোমরপুর হাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]