পোস্টার অপসারণে নামলেন নবনির্বাচিত সংসদ সদস্য নাদেল
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:৩১
পোস্টার অপসারণে নামলেন নবনির্বাচিত সংসদ সদস্য নাদেল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৭ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর নির্বাচনি প্রচারনার পোস্টারে ছেয়ে গেছে দেশের সব এলাকা।


দেশের অন্যান্য এলাকায় পোস্টার অপসারণে সিটি কর্পোরেশনের লোকজন কাজ করলেও ভিন্নচিত্র দেখা গেছে মৌলভীবাজার-২ আসনের এলাকাগুলোতে। নির্বাচন শেষ হতেই এলাকাকে পরিছন্ন করতে নিজেই পোস্টার অপসারণে নামলেন মৌলভীবাজার-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।


সোমবার (৮ জানুয়ারি) সকালে তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি পোস্টার অপসারণের উদ্বোধন করেন।


কুলাউড়া পৌর শহর ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পলিথিন মোড়ানো পোস্টারে পুরো শহর সয়লাব হয়ে গেছে। এসব পোস্টার ছিটকে পড়লেও পচে নষ্ট হবে না। আবর্জনার স্তুপ জমে উঠবে। এতে করে পরিবেশ দুষিত হবে। তাই বিজয়ী প্রার্থী নির্বাচনের পরদিন নিজের পোস্টার অপসারণে নেমেছেন।


অপসারণকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, কুলাউড়া সংসদীয় আসনের বিভিন্ন রাস্তাঘাটের পাশে যেখানে পলিথিন মোড়ানো পোস্টার বাধা রয়েছে সেগুলো অপসারণ করতে হবে। কেননা, পলিথিন মোড়ানো পোস্টার পরিবেশ নষ্ট করে। এগুলো সাধারণত পচে না। তাই আমাদের নিজ দায়িত্বে এগুলো অপসারণ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com