
রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন প্রাইভেটকারের চালক ও আরেকজন যাত্রী।
৮ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, আজ সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকার নষ্ট হয়ে এলিভেটেড এক্সপ্রেওয়ের ওপরে থেমে যায়। পরে পেছন থেকে আসা একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা মারে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও যাত্রী আহত হন। ঘটনাস্থলে প্রাইভেটকারটি এখনো রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]