চুয়াডাঙ্গার ২টি আসনে জামানত খুইয়েছেন ৯ প্রার্থী
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:০১
চুয়াডাঙ্গার ২টি আসনে জামানত খুইয়েছেন ৯ প্রার্থী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার ২টি আসনে ভোট যুদ্ধে অংশ নেন ১৫ জন প্রার্থী। এই ১৫ প্রার্থীর মধ্যে জামানত খোয়াচ্ছেন ৯ জন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।


নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) সাড়ে ১২ শতাংশ বা আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এর কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।


সে অনুযায়ী চুয়াডাঙ্গার দুইটি আসনে- জাতীয় পার্টির ২ জন, ন্যাশনাল পিপলস্ পার্টির ২ জন, জাকের পার্টির ১ জন, জাতীয় সমাজতান্ত্রি দলের ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩ জনসহ মোট ৯ জন জামানত খোয়াচ্ছেন।


রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। এর মধ্যে ৩ জনই জামানত খোয়াচ্ছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। ১৮১টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ৩৫ হাজার ৮১৭টি। এর ৮ ভাগের ১ ভাগ হচ্ছে ২৯ হাজার ৪৭৭টি ভোট, এই পরিমাণ ভোট পাননি এ আসনের ৩ জন প্রার্থী।


এ আসনে এম শহিদুর রহমান (স্বতন্ত্র-ট্রাক) পেয়েছেন ৯৫৮ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি-আম) প্রার্থী ইদ্রিস চৌধুরী পেয়েছেন ৫৪০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন (লাঙ্গল) ৫৭১ ভোট পেয়ে জামানত খোয়াচ্ছেন।


চুয়াডাঙ্গা-২ আসনে প্রার্থী ছিলেন ৯ জন। এর মধ্যে ৬ জনই জামানত খোয়াচ্ছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। ১৭৩টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৪৮৩ টি। এর ৮ ভাগের ১ ভাগ হচ্ছে ২৬ হাজার ৬৮৫টি ভোট, এই পরিমাণ ভোট পাননি এ আসনের ৬ জন প্রার্থী।
এ আসনে জামানত খোয়াচ্ছেন- ২১১ ভোট পাওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-মশাল) প্রার্থী দেওয়ান ইয়াছিন উল্লাহ, ৮২৯ ভোট পাওয়া ফ্রিজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল মল্লিক, ৪৩০ ভোট পাওয়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি-আম) প্রার্থী ইদ্রিস চৌধুরী, ৭৭৮ ভোট পাওয়া লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রবিউল ইসলাম, ঈগল প্রতীকের ২ হাজার ৬৫১ ভোট পাওয়া স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম এবং ৩ হাজার ২৭১ ভোট পাওয়া গোলাপ ফুল প্রতীকের জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান।


উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ৯৬ হাজার ২৬৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগারওয়ালা পেয়েছেন ৭২ হাজার ৭৬৮টি ভোট।


চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আলী আজগার টগর ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাসেম রেজা পেয়েছেন ৫৮ হাজার ৮৯৫টি ভোট।


বিবার্তা/সাঈদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com