
পঞ্চগড়ের বোদা উপজেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আরাফাত হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ জানুয়ারি, সোমবার দুপুরে বোদা উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরাফাত হোসেন উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, আরাফাত হোসেন দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৫৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
পঞ্চগড়ের বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক মাদকদ্রব্যসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]