
নরসিংদীর শিবপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
৮ জানুয়ারি, সোমবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার কুমরাদী বাসস্ট্যান্ডে এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তি এই এলাকার না। তবে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা গেছে।
এসআই সাব্বির জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]