মানিকগঞ্জে অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩২
মানিকগঞ্জে অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হন।


৮ জানুয়ারি, সোমবার সকাল সকাল ১০টার দিকে উপজেলার হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, জসিম তালুকদার (৪২) ও তার নাতি মো. তাসেন (৫) এবং সিএনজিচালক মো. শাহীন (৫২)।


নিহত জসিমউদ্দিনের বাড়ি ঢাকার বিক্রমপুর এলাকায়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকায় ভাড়া থাকেন। সিএনজিচালক শাহীনের বাড়ি সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুণ্ডি গ্রামে।


বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন।


তিনি বলেন, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি সিএনজি'র সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি'র চালকসহ তিনজন মারা যায়।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি হাবিল হোসেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com