
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে জাল ভোট দিতে গিয়ে ৫ জন ও পুরাতন আমদহ কেন্দ্রে ১ জনকে আটকের ঘটনা ছাড়া বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি।
৩৭৯১৮৯ ভোটারের এলাকা কুষ্টিয়া-১ আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭টি দলের ৭ জন ও ৩ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী (ট্রাক), নাজমুল হুদা পটল বিশ্বাস (ঈগল) ও আওয়ামী লীগের আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ (নৌকা)।
বে-সরকারি ফলাফল অনুযায়ি রেজাউল হক চৌধুরী (ট্রাক) পেয়েছেন ৮৯২৭৪টি, নাজমুল হুদা পটল বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৫৩১০৫টি, সরওয়ার জাহান বাদশাহ (নৌকা) পেয়েছেন ৪৮৯৬১টি। মোট প্রাপ্ত ভোট ২০৯১৫৮টির মধ্যে বাতিল বা অবৈধ ভোটের সংখ্যা ৪২০২টি।
আনুষ্ঠানিকভাবে রাত ৯:৩০ মিনিট ফলাফল ঘোষণা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।
বিবার্তা/তুহিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]