দৌলতপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৭
দৌলতপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলিতে ভোটারের উপস্থিতি ছিল কম। তবে কিছু কিছু কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


৭ জানুয়ারি, রবিবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের ১২৯টি কেন্দ্রে আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং তা চলে বিকেল ৪টা পর্যন্ত।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসা মো. ওবায়দুল্লাহ জানান, দৌলতপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


শতকরা ৫০ ভাগের বেশী ভোট পোল হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দৌলতপুরে মোট ভোটার ৩লক্ষ ৮০হাজার ২৮৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯১হাজার ২২৩ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৮৯হাজার ০৬৪জন।


এ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন। এরমধ্যে রয়েছেন আওয়ামী মনোনিত নৌকার প্রার্থী দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ, দৌলতপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী প্রয়াত কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল, জাসদ সমর্থিত মশাল প্রতীকের প্রার্থী শরিফুল কবীর স্বপন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ওয়াকার্স পার্টির প্রার্থী হাতুড়ি প্রতীকের কমরেড মজিবর রহমান, সোনালী আঁশ প্রতীকের তৃণমুল বিএনপির প্রার্থী আনিছুর রহমান, ছড়ি প্রতীকের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী সাজেদুল ইসলাম ও ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সেলিম রেজা।


এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরী এগিয়ে রয়েছেন। পাশাপাশি অবস্থানে রয়েছেন ঈগল প্রতীবের অপর স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল, তৃতীয় অবস্থানে নৌকা প্রতীকের আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com