
দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
৭ জানুয়ারি, রবিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
সরজমিনে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, শীতের কারণে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বেড়েছে। কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা।
ভোট কেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থাকায় কোনো ধরনের সহিংসতা ও অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এছাড়া নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
এদিকে চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালা নৌকার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। জেলায় বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঢেকি প্রতীকের মির্জা শাহারিয়ার মাহমুদ লন্টুর ওপর নৌকা প্রতিকের কর্মীরা হামলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। সাথে সাথে স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় কোনা ধরনের সহিংসতা হয়নি।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা মাঠে কাজ করে চলেছি। ভোটাররা সবাই নিরাপদে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন। জেলায় বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
ভোট শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা বলেন, প্রার্থীদের পক্ষ থেকে কয়েকটা অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ গুরুত্ব দিয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বলতে পারি একটা সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গায় দুটি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৩৫৪টি। জেলার দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন।
চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি।
চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি
বিবার্তা/আসিম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]