হাজারীবাগে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৬
হাজারীবাগে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হাজারীবাগের বটতলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।


৭ জানুয়ারি, রবিবার দুপুর ১২ টার দিকে বটতলা জামেয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- আমির হোসেন (৬০), মাকসুদা বেগম (৫০), বাদল আহমেদ (৫০) এবং তার ছেলে তানভির আহমেদ (৮)।


আহত বাদল আহাম্মেদ জানান, আজ আমরা ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একে একে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমি পায়ে ও হাতে আঘাতপ্রাপ্ত হই।


তিনি বলেন, এ ককটেল বিস্ফোরণ কোথা থেকে হয়েছে তা বলতে পারছিনা।


আহত মাকসুদা বলেন, আমি ভোট দিয়ে বের হয়ে বাসায় যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে আহত হয়েছি। আমার বাম পায়ে আঘাত পেয়েছি।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, আহতদেরকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হবে।


বিবার্তা/বুলবুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com