
ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালটে জোর করে সিল দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে দুটি কেন্দ্রে গোলযোগের সৃষ্টি হওয়ায় ভোট বন্ধ করে দেওয়া হয়েছ।
আড়াইহাজারের ৫৬ নং রামচন্দ্রদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নারী ও পুরুষ দুটি ভোটকেন্দ্রই বন্ধ ঘোষণা করা হয়।
তিনি বলেন, প্রিসাইডিং কর্মকর্তার সামনে ব্যালট বাক্স ভাঙচুর এবং ব্যালটে জাল সিল দেওয়ার কারণে ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।
সকাল ১০টার দিকে সাময়িক বন্ধ পরবর্তী সাড়ে ১১টার দিকে কেন্দ্র দুটি পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।
জেলা পুলিশ সুপার মো. রাসেল জানান, এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে জাপা প্রার্থী আলমগীর সিকদার লোটনের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার ছোটন আছে বলে জানা গেছে।
জাপা প্রার্থী লোটন অভিযোগ করেন, সকাল ১০টার দিকে তারা জানতে পারেন ঈগলের প্রার্থীর সমর্থকেরা জালভোট দিচ্ছেন। জাপার সমর্থকেরা এখানে আসেন। তখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও ছড়রা গুলি করে। এতে তাদের দুই সমর্থক আহত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে আহতদের পরিচয় তিনি জানাননি।
তবে পুলিশ জানায়, প্রার্থীদের একটি পক্ষ এসে ব্যালট বাক্স ভাঙচুর করে। তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে ও ধাওয়া দেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা রাবার বুলেট ছোড়ে। এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]