
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ ও ২০ আসনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত।
দু একটি কেন্দ্রে সকালে ছোট খাট ঝামেলা হলেও এখনো কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সকালে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নিজের ভোট প্রয়োগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা.এনামুর রহমান।
অপরদিকে আশুলিয়া স্কুল এন্ড কলেজে ভোট প্রদান করেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ।
এছাড়া ঢাকা (২০) ধামরাই আসনসহ ঢাকা দুই আসনের অন্তর্গত সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার, ভাকুর্তা ও ঢাকা ১৪ আসনের সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
উল্লেখ্য, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]