ফতুল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:৪৪
ফতুল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফতুল্লায় একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অজ্ঞাতরা। এসময় স্থানীয়রা ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও শাহিন নামে হামলাকারী এক যুবককে আটক করে গণপিটুনী দেয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনীতে আহত ওই হামলাকারীকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।


শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার ১৬৯ নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) এ ঘটনা ঘটে।


এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা এক হামলাকারীরে গণপিটুনী দিয়েছে। তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।


তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে একদল যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের সামনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও একজনকে গণপিটুনী দেয়া হয়।


এ ব্যাপারে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেন, মানুষ এখন যথেষ্ট সচেতন। তারাই হামলা প্রতিরোধ করেছে।


আগামীকাল উৎসবমূখর পরিবেশে ভোট উৎসব হবে। যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের জনগনই প্রতিরোধ করবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com