চুয়াডাঙ্গা-২: নৌকাকে সমর্থন জানিয়ে জাসদের প্রার্থিতা প্রত্যাহার
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৪০
চুয়াডাঙ্গা-২: নৌকাকে সমর্থন জানিয়ে জাসদের প্রার্থিতা প্রত্যাহার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের একদিন আগে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন চুয়াডাঙ্গা- ২ আসনে মশাল প্রতীকের (ইনু) মনোনীত প্রার্থী দেওয়ান মো. ইয়াসিন উল্লাহ। একই সাথে তিনি চুয়াডাঙ্গা জেলা কমিটির প্রচার সম্পাদক।


শুক্রবার (৫ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা-২ আসনে দর্শনা পৌর জাসদের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ।


সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগার টগরের নির্বাচনি সমন্বয়কারী দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আরিফ ও দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু।


সংবাদ সম্মেলনে দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ বলেন, প্রত্যেকটা দলেরই একটা নীতিনির্ধারক থাকে। উচ্চ লেবেলের একজন প্রার্থী হলেই সে কিন্তু নিজের ইচ্ছায় প্রার্থী হতে পারে না। নীতিনির্ধারণে যারা থাকেন তাদের মতামতের পরিপ্রেক্ষিতেই কেউ একজন প্রার্থী হন। নীতিনির্ধারকরা আমার প্রার্থিতা প্রত্যাহারের জন্য সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। যেহেতু আমার দল জোট সরকারের সঙ্গে রয়েছে, সে ক্ষেত্রে আমরা নৌকাকে সমর্থন করলাম।


সংবাদ সম্মেলনে দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু বলেন, ১৪ দলের পক্ষে এখানে নৌকা প্রতীকের হয়ে চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী আলি আজগার টগর নির্বাচন করছেন। আমরা আমাদের মশাল প্রতীকের যে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিলাম এটাকে স্থগিত করে আজকের থেকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করব। আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারি। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে কৃষক জোট, শ্রমিক জোটের পক্ষ থেকে এক পথ হয়ে নৌকার পক্ষে কাজ করছি। এ কারণেই সংবাদ সম্মেলনের আয়োজন।


নৌকা প্রতীকের প্রতিনিধি দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আরিফ বলেন, মশাল প্রতীকের মনোনীত প্রার্থী ছিলেন দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ। তিনি নৌকার পক্ষে তার প্রার্থিতা প্রত্যাহার করলেন এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী হাজি আলি আজগার টগরের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা মনে করি, জাসদ আওয়ামী লীগের আদর্শ এক।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন জাসদের সভাপতি জুলফিকার আলী, দর্শনা পৌর জাসদের আহ্বায়ক জাকারিয়া জাকির, সাবেক সভাপতি জামাল উদ্দিন, জহির উদ্দিন, দর্শনা পৌর নারী জোটের সভাপতি তসলিমা খাতুন, সাধারণ সম্পাদক স্বপ্না খাতুন, পৌর যুবজোটের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।


বিবার্তা/আসিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com