
ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচ জন।
৪ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর বাজারে এঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা জানায় ,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে কালামপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা লিফলেট বিতরণ করার সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয়।
এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ জন আহত হয়। এসময় পুলিশ বিএনপির দুই কর্মীকে আটক করলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই কর্মীকে ছিনিয়ে নেয়।
এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]