টাঙ্গাইলে 'এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৫
টাঙ্গাইলে 'এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি ও মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


২৪ ডিসেম্বর, রবিবার দুপুরে শহরের জেলা সদর ফ্রেন্ডশিপ স্কুলে জেলা তথ্য অফিসের আয়োজনে এ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার।


আলোচনা সভায় জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো.মনি খন্দকার ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।


এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাভকগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতেই মহান বিজয়ের মাস উদ্‌যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় এ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


বিবার্তা/ইমরুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com