‘ডামি নির্বাচনে গণতন্ত্রকামী জনগণ অংশ নেবে না’
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:০২
‘ডামি নির্বাচনে গণতন্ত্রকামী জনগণ অংশ নেবে না’
শেরপুর জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ এ ডামি নির্বাচনে অংশ নেবে না। হামলা, গ্রেফতার করে আন্দোলন রুখতে পারবে না সরকার। দমন-পীড়ন করে লাভ হবে না।


ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।


এসময় ৭ জানুয়ারি নির্বাচনে ভোটারদের কেন্দ্রে না গিয়ে গণতান্ত্রিক আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বানও জানান দলটি।


২২ ডিসেম্বর, শুক্রবার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।


এসময় তারা জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন।


মাহমুদুল হক রুবেল আরও বলেন, সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। একতরফা নির্বাচন করতে মরিয়া সরকার, তাদের রুখে দিতে হবে। নির্বাচন জায়েজ করতে জাতীয় পার্টিকে সরকার এখন ভয় দেখিয়ে বিরোধীদল তৈরির চেষ্টা করছে।


এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর থানার সদস্য সচিব ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, ছাত্রনেতা রকিবুল হোসেন সাগর, রাজু আহম্মেদ, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।


বিবার্তা/জাহিদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com