গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়কে
রেললাইন কেটে নাশকতা, ৩ জনের দায় স্বীকার করে জবানবন্দি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:৫০
রেললাইন কেটে নাশকতা, ৩ জনের দায় স্বীকার করে জবানবন্দি
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়কে রেললাইন কেটে নাশকতার ঘটনায় গ্রেপ্তার সাতজনের মধ্যে তিনজন দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


রবিবার (১৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) নাজির আহমেদ খান।


তিনি জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ গাজীপুর মহানগর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। পরে তাদের মধ্যে জান্নাতুল ইসলাম, মেহেদী হাসান ও শাহানুর আলম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।


তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারের পর সাতজনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনজন রেললাইন কেটে নাশকতার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com