শিরোনাম
বিএসএফ এর গুলিতে আহত ৩
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৬
বিএসএফ এর গুলিতে আহত ৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ৩ বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছে।


১৬ ডিসেম্বর, শনিবার ভোর ৪টার সময় উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ।


আহতরা হলেন, হাতিবান্ধা উপজেলার দইখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন চন্দ্র (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক বশির উল্লাহ জানান, ওই দইখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯০১ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে ভোর ৪টায় বাংলাদেশি একদল চোরাকারবারির কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপার করছিল। এসময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড ফায়ার করে। এতে বাংলাদেশি ওই ৩ চোরাকারবারির দুইজনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে। এ সময় অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়।


পরে অন্য সঙ্গীরা তাদের উদ্ধার করে আহত দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, ‘সীমান্তে বিএসএফ এর গুলিতে ৩ বাংলাদেশির আহতের খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বিবার্তা/তমাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com