নিয়মিত স্টেশনে ট্রেন থামানোর দাবিতে বিক্ষোভ মানববন্ধন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৭
নিয়মিত স্টেশনে ট্রেন থামানোর দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর খানখানাপুর রেলস্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত থামানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।


শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ২ ঘণ্টাব্যাপী স্টেশনের রেললাইনের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী থেকে ট্রেনটি ছেড়ে আসলে বিক্ষোভ কারীরা ১০/১৫ মিনিট থামিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।


পরে আগামী ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে ট্রেনটিকে ছেড়ে দেন মানববন্ধনকারীরা। এর পর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে।


স্থানীয়রা জানান, খানখানাপুরসহ আশপাশ এলাকার যাত্রীদের ঢাকা যাওয়ার সুবিধার্থে খানখানাপুর রেল স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন বিরতি দেওযার দাবি জানিয়ে আসছে। এই দাবিতে আজ মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আটকিয়ে দেওয়া হয়।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহ সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানা পুর সমিতি যুগ্ম আহবায়ক শিক্ষক আলমগীর হোসেন, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান ফারুক সহ ৫ শতাধিক এলাকাবাসী।


বক্তারা এসময় রেল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের সময় বেঁধে দেন। এর পরেও যদি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর রেলস্টেশনে স্টোপেজ না দেয় তাহলে আবার তারা আগামী ২২ ডিসেম্বর থেকে মানববন্ধনসহ আরো কঠোর কর্মসূচি দেবেন বলে জানান।


রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় দত্ত বলেন, রাজবাড়ী থেকে ১১ টা ৫ মিনিটে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।খানখানাপুর রেল স্টেশনে নিয়মিত মধুমতি এক্সপ্রেস থামানোর দাবীতে মানববন্ধন কারীরা ১০/১২ মিনিট ট্রেনটি থামিয়ে দেন।লাইন ম্যান আমাকে জানালে আমি বিষয়টি কন্ট্রোল রুমে জানাই। পরে বিক্ষোভকারীরা ট্রেনটি ছেড়ে দিলে গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা হয়।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com