জামালপুরের ৫টি আসনে ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ২১:০৩
জামালপুরের ৫টি আসনে ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে আওয়ামী লীগের ৫ জন, জাতীয় পার্টির ৫, তৃণমূল বিএনপির ৩, স্বতন্ত্র ১২ ও অন্যান্য রাজনৈতিক দলের ১৩ জনসহ মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ, জাতীয় পার্টির এস এম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন, তৃণমূল বিএনপির মো. গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হক জিয়া এবং দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য মাহবুবুল হাসান।


জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেনে। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহামুদ, তৃণমূল বিএনপির অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু, জাকের পার্টির মো. আব্দুল হালিম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া এবং বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী মন্ডল।


জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, জাকের পার্টির মো. জয়নাল আবেদীন, জাতীয় পার্টি (জেপি) নজরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম।


জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, তৃণমূল বিএনপির সাইফুল ইসলাম টুকন, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, বিএনএফের তারিক মাহদী, জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ।


জামালপুর-৫ (সদর) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মো. জাকির হোসেন খান, জাকের পার্টির সৈয়দ মুনিরুল হক নোবেল,জাতীয় পার্টি (জেপি) অ্যাডভোকেট বাবর আলী খান, ন্যাশনাল পিপুলস পার্টির মো. রফিকুল ইসলাম, সুপ্রিম পার্টির মো. সাবিরুজ্জামান সুজন, বাংলাদেশ কংগ্রেস পার্টির ২ জন আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত-উল করীম ও আব্দুল করিম সরকার, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও জাকির হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


জানা গেছে, জেলার ৫টি সংসদীয় আসনের বিপরীতে মোট ৪৩টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন মোট ৩৮ জন প্রার্থী।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com