নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৯:১৩
নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে একটি মাদক মামলায় তিন নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।


১২ নভেম্বর, রবিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।


যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন যশোর জেলার চৌগাছা উপজেলার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে ফাতেমা বেগম (৩৮) ও শাহিদা বেগম (৪০) অপর পলাতক আসামি গোপালগঞ্জ জেলার নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।


মামলার বিবরণে জানা যায়, লোহাগড়া থানার মাদক দ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান কালে ২০১১ সালের অক্টোবর মাসের ১২ তারিখে বিকেলে লোহাগড়ার জয়পুর খেয়াঘাটে পারাপারের সময় তল্লাসিকালে শাহিদার ওড়নায় মোড়ানো ৪০ বোতল, ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামি পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় এ এস আই মনিরুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।


৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৩জন আসামি কে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com