
রাজধানীর শাহবাগের প্রেসক্লাবের সামনে বাসের চাপায় মেঘনা (২০) নামে এক নারী নিহত হয়েছেন।
২৭ এপ্রিল, শনিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় মেঘনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো: নাঈম জানান, আমরা স্বামী-স্ত্রী দুজনেই ভাঙারি টোকাই। আজ বিকেলে প্রেসক্লাবে পিছনের রাস্তা সচিবালয়ের তিন নম্বর গেট সংলগ্ন রাস্তা পারাপারের সময় সদরঘাট থেকে আগত একটি বাস দ্রুত গতিতে আমার স্ত্রীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি, ময়মনসিংহ জেলার, গৌরীপুর থানার ভাঙ্গা গ্রামে। বর্তমানে গুলিস্তান জিরো পয়েন্টে ফুটপাতে থাকি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]