গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১৬:৫২
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট নয়টি কেন্দ্রে ১০ হাজার ১৩৪ জন ভর্তিচ্ছু নিয়ে গুচ্ছ 'এ' (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ২৭ এপ্রিল, শনিবার। তবে, এবারের পরীক্ষার প্রশ্ন নিয়ে পরিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।


পরীক্ষা শেষ পরিক্ষার্থীদের সাথে কথা বললে, কেউ বলেন পরীক্ষা অনেক কঠিন হয়েছে আবার কেউ বলছেন, প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড মানের। আবার কেউ বলছে, তাত্ত্বিক প্রশ্ন বেশি, কেউ বলছে, পদার্থবিদ্যা ও রসায়নের উপরে গাণিতিক প্রশ্ন বেশি আসছে।


২৭ এপ্রিল, শনিবার পরীক্ষা শেষে এসব মিশ্র প্রতিক্রিয়া জানা যায়।


এ ব্যাপারে ভর্তি পরীক্ষার্থী সুমাইয়া জাহান এনি জানান, 'পরীক্ষা মোটামুটি সহজ হয়েছে। আমার পরীক্ষাও ভালো হয়েছে। আর ম্যাথ একটু বেশি আসছে। থিওরি আর এটার (গণিত) মধ্যে ব্যালেন্স আশা করেছিলাম।'


আরেক পরীক্ষার্থী সাঈদ আল মুনতাসির তামিম বলেন, 'প্রশ্ন মোটামুটি মানের হয়েছে। ফিজিক্স আর কেমিস্ট্রিতে অনেক ম্যাথ আসছে এবার। থিওরি তেমন আসে নাই।'


ভর্তিচ্ছু ইম্রিতা সরকার বলেন, 'প্রশ্ন অনেক কঠিন হইছে। এজন্য মোটামুটি হইছে আর কি! ম্যাথ বেশি আসছে। তবে আশা করি চান্স পেয়ে যাব।'


আরেক ভর্তিচ্ছু তাসমিয়াতুল আজীম চয়ন বলেন, 'পরীক্ষা হইছে ভালোই। প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের। ফিজিক্স আর বায়োলজি একটু কঠিন ছিল। কেমিস্ট্রি মোটামুটি সহজ ছিল। একদম বেসিক থেকে প্রশ্ন করছে।'


উল্লেখ্য, গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ১২ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।


বিবার্তা/প্রসেনজিত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com