
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সোহান মোল্যা নামে এক কলেজ শিক্ষার্থীর বাড়ি থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে সোহান মোল্যা অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায়।
রবিবার (৮জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ভোর রাত ৫টা পর্যন্ত পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। সোহান মোল্যা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলায় টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে স্থানীয় লোকজনদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান।
রবিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত নড়াইল ও কালিয়া সেনা অভিযানে যৌথভাবে আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে সোহান মোল্যার বিছানার নীচ থেকে একটি উন্নত মানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। তবে অভিযানের খবর
পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সোহান ও তার বাবা। পরে উদ্ধারকৃত রাইফেলটি কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সোমবার (৯জুন) সকালে জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]