
চট্টগ্রামে নগরের বহদ্দারহাট এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে অবৈধ মজুদ করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দ চিনি মেঘনা গ্রুপের ফ্রেশ ব্রান্ডের লোগো লাগানো বস্তায় মজুদ করা হয়।
২৭ এপ্রিল, শনিবার থানার এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কারখানার মালিক মো. আবদুর রব্বানিকে (৪৫) আটক করা হয়। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কুচুখাইন এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, সংবাদ পেয়ে কারখানায় মজুত করা ৬০০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। অভিযানে আটক কারখানা মালিকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের এবং চান্দগাঁও থানার এসআই রিয়াদ উছ সালেহীন ও পুলিশের একটি টিম।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]