
কুষ্টিয়ার দৌলতপুরে চলমান তীব্র তাপ প্রবাহের জন্য পান বরজের ক্ষয়ক্ষতি মোকাবিলা বিষয়ক কৃষি বিভাগের সচেতনতামূলক মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল, শনিবার বেলা ১১টায় উপজেলার মথুরাপুর শেখপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু।
দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জনসচেতনতামূলক মতবিমিয় সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপ সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ ও সংরক্ষণ) দিলিপ কুমার রায়, আব্দুল মান্নান, আব্দুল হালিম, আব্দুল খালেক ও ইউপি সদস্য আবু হানিফ।
সভায় চলমান তাপ্রবাহে পান চাষীদের করণীয় কি সে বিষয়ে আলোচনা করা হয় এবং পানচাষীদের পরামর্শ দেওয়া হয়। সভায় মথুরাপুর এলাকার পানচাষীরা অংশ নেয়।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]