পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৭:১৮
পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।


১২ নভেম্বর, রবিবার সকালে রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পলাশ রাধানগর ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার হরদেব চন্দ্র বর্মনের ছেলে।


স্থানীয়রা জানায়, নিহত পলাশ জন্মগতভাবে শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী। যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াতো সে। রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে কিসমত রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে রেললাইন ধরে হাঁটছিলেন পলাশ। আনমনে চলার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।


দিনাজপুর জিআরপি থানার ওসি হারুন-অর রশীদ জানান, নিহত যুবক শ্রবণ ও প্রতিবন্ধী। ট্রেনে কাটা পড়ে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/গোফরান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com