পাঁচ কোটি টাকা ব্যয়ে
খাগড়াছড়িতে সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১৬:২৮
খাগড়াছড়িতে সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) দুপুরে শহরের নিউজিল্যান্ড এলাকায় ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।


এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, অ্যাড. আশুতোষ চাকমা, খোকনশ্বর ত্রিপুরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য শামীম চৌধুরী, আফতান উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শহরের নিউজিল্যান্ড মোড় থেকে পেরাছড়া বাজার পর্যন্ত ৫কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৬ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হবে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভা কাজটি বাস্তবায়ন করছে।


আধুনিক মানের এ সড়ক নির্মাণ হলে যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি নিউজিল্যান্ড এলাকায় আনাগোনা বাড়বে পর্যটকদের।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com