বোয়ালমারীতে নারী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১৫:২৭
বোয়ালমারীতে নারী সমাবেশ অনুষ্ঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর, সোমবার সকালে ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠিত নারী সমাবেশে শিক্ষার্থীদের নারী অভিভাবকরা অংশগ্রহণ করেন। বার্ষিক কর্মসম্পাদক চুক্তি’র আওতায় বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সম্মৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১, এসডিজি, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যাডিং, চতুর্থ শিল্প বিপ্লব ও সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ডেঙ্গু প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, গুজব, সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।


বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জাহিদুল হক (পল্লব), প্রধান শিক্ষক পারভীন আখতার, সদস্য আশরাফ খান প্রমুখ।


ফরিদপুর জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হক।


সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন ও নারী শিক্ষার অগ্রগতির তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। নারী সমাবেশে শতাধিক নারী অভিভাবক উপস্থিত ছিলেন।


এ সময় কৃর্তি শিক্ষার্থী রুদ্রনীল সাহা ও উম্মে হাফসা’কে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।


বিবার্তা/মিলু/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com