লামায় জাতীয় সমবায় দিবস’২৩ পালিত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৫:১৬
লামায় জাতীয় সমবায় দিবস’২৩ পালিত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় সমবায় দিবস’২৩ পালন করেছে সমবায় বিভাগ। এ উপলক্ষ্যে শনিবার সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র‍্যালি বের করা হয়।


র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে দিবসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রানী দাশ, বান্দরবান জেলা সমবায় বিভাগের পরিদর্শক আব্দুর রহিম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. শাহ জাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ অতিথি ছিলেন।


এতে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুর শুক্কুর, লামা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ ও মাতামুহুরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক রাবেয়া বক্তব্য রাখেন। শেষে সমবায় খাতে অবদান রাখায় উপজেলার ৮টি সমবায় সমিতিকে সম্মাননা দেয় উপজেলা সমবায় বিভাগ।


বিবার্তা/আরমান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com