নাজিরপুরে অবৈধ বালু উত্তোলন রোধে স্থানীয়দের মানববন্ধন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১৭:০৫
নাজিরপুরে অবৈধ বালু উত্তোলন রোধে স্থানীয়দের মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙ্গন সৃষ্টি হয়েছে। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ভাঙন রোধে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেছেন।


উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার মনোজ কান্তি মন্ডল, লড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিপঙ্কর সমদ্দার রিপাশ, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো. আফজাল হোসেন মোল্লা, স্থানীয় আস্তা কালী মন্দির কমিটির সভাপতি গজেন্দ্র নাথ বাড়ৈ, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিটন মন্ডল, নারী ফুল মালা মন্ডল প্রমুখ।


স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল গত একমাস ধরে স্থানীয় তালতলা নদীর মালিখালী ইউনিয়নের লড়া ও সাচীয় এলাকায় ৩টি ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন প্রায় শাতাধিক বোর্ডে করে বালুর উত্তোলন করছেন। এতে নদীর পূর্ব পাড়ের মালিখালী ইউনিয়নের লড়া ও সাচীয়া গ্রামে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।



ফলে ওই এলাকার নদী পাড়ে থাকা সাচীয়া লড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লড়া মাধ্যমিক বিদ্যালয়, মাতৃ মঙ্গল সর্বজনীন সেবাশ্রম, দক্ষিণ লড়া আস্তা কালি মন্দির, দারুল কোরান মহিলা মাদরাসা, লড়া শ্মশান ঘাট সহ কয়েক শত একর জমি ও বসত বাড়ি হুমকির মুখে।


এছাড়া ইতোমধ্যে ওই নদীর পশ্চিম পাড়ের শাঁখারীকাঠী ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের কয়েকটি বসতবাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এছাড়া ওই এলাকায় থাকা প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদরাসাসহ কয়েকশত একর জমি হুমকির মুখে।


এ বিষয়ে অভিযুক্ত ড্রেজার মালিক আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা দিয়েও কোন উত্তর পাওয়া যায় নি।


নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ জানান, এ বিষয়ে মৌখিক একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/তাওহিদুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com