শিরোনাম
নড়াইলে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৬:২২
নড়াইলে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে ‘রক্ত দানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’, এ স্লোগানকে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।


২ নভেম্বর, বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ, নড়াইলের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।


সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এড. আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, ডাক্তার, নার্স ও ক্লিনিক মালিকসহ প্রমুখ।


সভায় বক্তরা বলেন, রক্ত দানে কোনো ক্ষতি হয় না, প্রতিটি মানুষ তিন থেকে চার মাস পর রক্ত দিতে পারে, এ কার্যক্রমে সকলে এগিয়ে আসা উচিত, এছাড়াও মরণোত্তর চক্ষুদানে কোনো সমস্যা হয় না, চক্ষু দান করলে, ওই চক্ষুর মাধ্যমে একজন দৃষ্টিহীন মানুষ তার দৃষ্টি শক্তি ফিরে পায়। তাই সকলকে এ বিষয়ে সচেতন হবে, এ সব কার্যক্রমে এগিয়ে আসতে হবে।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com