রাজবাড়ীতে বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেফতার ১
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ২২:৩৪
রাজবাড়ীতে বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেফতার ১
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রাণনাশের চেষ্টাসহ সড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন-আর-রশিদসহ ২৪ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বালিয়াকান্দি উপজেলা শ্রমিক লীগের সদস্য মো: ইকরাম মোল্লা বাদী হয়ে ১৫ জন ও পাংশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: নাইমুর রহমান সোহাগ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।


বাদী মো: ইকরাম মোল্লা মামলায় উল্লেখ করেন, মঙ্গলবার বিকেলে বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের হুলাইল ব্রিজ এলাকায় বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ সফল করার লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, লাঠি, ইটের টুকরো ও ককটেল নিয়ে নাশকতা চালাচ্ছিলো। এসময় ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা গতিরোধ করে আমার উপর দীর্ঘদিনের ক্ষোভ ও অবরোধ সফল করতে আক্রমণ চালায়। আমার দলীয় নেতাকর্মীরা সংবাদ পেয়ে এগিয়ে আসলে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসামিরা মোটরসাইকেল যোগে রাজবাড়ির দিকে পালিয়ে যায়।


অভিযুক্তরা হলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য আশিক বাবু, বহরপুর বিএনপির সাধারণ সম্পাদক সুমন মল্লিক, বালিয়াকান্দি কলেজ ছাত্রদলের সভাপতি রাহাত, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি সদস্য তুহিনুর রহমান, মঞ্জু বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সজল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা, নবাবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুজ, জাসাস সদস্য অসীম মণ্ডল, উপজেলা যুবদল কর্মী শিমুল, সদর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন কাজী।


অন্য মামলার বাদী মো: নাইমুর রহমান সোহাগ মামলায় উল্লেখ করেন, গত মঙ্গলবার রাতে পাংশা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: শহিদুল ইসলাম মারুফ ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: জালাল উদ্দীন বিশ্বাসসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর প্রাণনাশের লক্ষ্যে উল্লিখিত আসামিরা টায়ারে আগুন দেওয়া সহ ১ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে দুইটি ককটেল ফেলে পালিয়ে যায়।


অভিযুক্তরা হলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, বাহারাম সরদার, রইচ উদ্দিন, সেলিম সরদার, লিয়াকত আলী খান, ফজলুর রহমান ফজল, আলী আহসান মুজাহিদ, শামীম আহম্মেদ রুবেল, মফিজুর রহমান।


১ নভেম্বর, বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। তিনি জানান, মঙ্গলবার রাতে বালিয়াকান্দি ও পাংশা থানায় দুইজন ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছে। সেই প্রেক্ষিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলায় বাবু নামের এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/মিঠুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com