কক্সবাজারে র‌্যাবের অভিযানে মানব পাচারকারী আটক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ২২:১১
কক্সবাজারে র‌্যাবের অভিযানে মানব পাচারকারী আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ১ জন মানব পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৫ সদস্যরা।


১৮ অক্টোবর, বুধবার দুপুর পৌনে ২ টার দিকে কক্সবাজার সদর থানাধীন চৌফলদন্ডী এলাকা হতে মানব পাচারকারী চক্রে মূলহোতা ও মানব পাচার মামলার এজাহারনামী আসামি জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব-১৫ সদস্যরা।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার উখিয়া থানার মামলা নং ৫৩/৩২৯ তারিখ-২৬/০৬/২০২৩, ধারা-৭/৮/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ মোতাবেক পলাতক আসামি জাহাঙ্গীর’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, বিশেষ গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখে।


অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে বর্ণিত মামলার এজাহারভুক্ত ৩নং পলাতক আসামি কক্সবাজার জেলার সদর থানাধীন চৌফলদন্ডী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে।


এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি এর একটি চৌকস অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম প্রঃ আবু তালেব (৩৮), পিতা-মৃত মোঃ ওয়ারেছ, বর্তমান ঠিকানা-১ : ব্লক-০৪, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার এবং বর্তমান ঠিকানা-২ : দক্ষিণ পাড়া (উত্তর) সোনাইয়া বাপের ভিটা, ৩নং ওয়ার্ড, চৌফলদন্ডী ইউনিয়ন, সদর, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামি উখিয়া থানায় উক্ত মামলার পলাতক আসামি, সে এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে।


তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/পুণ্য বর্ধন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com