মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৭
মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের নেতৃত্বে ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।


১৭ অক্টোবর, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প-৪, ২/ওয়েস্ট, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এবং ৮/ওয়েস্ট পরিদর্শনে যান।


১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। ১৪ এপিবিএন সদস্যরা প্রতিনিধিদলের নিরাপত্তায় ছিলেন বলে জানিয়েছেন তিনি।


প্রতিনিধি দলে ছিলেন, এসসিএ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের রাজনৈতিক ইউনিট প্রধান শ্যারিন ফিটজেরাল্ড, শরণার্থী সহকারী ইশতিয়াক আহমেদ, পিআরএম এর ডেপুটি আঞ্চলিক উদ্বাস্তু সমন্বয়কারী টমাস ব্রাউনস, ইউএসএআইডি এর আঞ্চলিক মানবিক উপদেষ্টা অ্যান্ড্রু শেফার।


সহ-অধিনায়ক মো. সাইফুজ্জামান জানান, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৪, ব্লকএ/১ -এ অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের ডাটা রেজিস্ট্রেশন সেন্টার, ক্যাম্প-০২/ওয়েস্ট, ব্লকঃ সি/১০-এ অবস্থিত ইউএনএফএ পরিচালিত উইমেন লিড কমিউনিটি সেন্টার, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-ডি’তে অবস্থিত স্কিল ডেভেলপমেন্ট টেইনিং সেন্টার এবং ক্যাম্প -৮/ ওয়েস্ট এ অবস্থিত ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন।


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের উদ্দেশ্যে ফিরে যায়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com