লক্ষ্মীপুরে খুনসহ ডাকাতির ঘটনায় ১১ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:০২
লক্ষ্মীপুরে খুনসহ ডাকাতির ঘটনায় ১১ জনের যাবজ্জীবন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়াতে খুনসহ ডাকাতির ঘটনায় ১১ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন, কাউছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন ওরফে পাটওয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর, আবুল কালাম বাহার।


অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিপি ও নুর নাহার নামে দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত।


১৭ অক্টোবর, মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দিয়েছেন৷ রায়ের সময় আসামি হোসেন ওরফে পাটওয়ারী আদালতে উপস্থিত ছিল। বাকিরা পলাতক রয়েছেন।


জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গাশিবপুর গ্রামের আবুল খায়ের মাস্টার বেপারী বাড়ির মকবুল আহম্মদের ঘরে মুখোশধারী ডাকাত দল হানা দেয়। এসময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। তারা ঘরের গৃহকর্তা মকবুল আহম্মদের (৭০) বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


ডাকাত দল যাবার সময় ওই ঘরে থাকা মূল্যবান মালমাল ও স্বর্ণালংকার লুটে নেয়। এঘটনায় পরদিন অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে দেলোয়ারা বেগম।


পরে মামলাটি তদন্ত করেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সেই সময়ের উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম ভূইয়া। ২০০৫ সালের ২৯ ডিসেম্বর তিনি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।


আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে ১১ আসামির যাবজ্জীবন, দুইজনকে খালাস দেন। বাকী এক আসামি মামলা চলাকালীন মারা যান।


বিবার্তা/সুমন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com