২৫ বছর পর বড় ভাইয়ের সন্ধান পেল ছোট ভাই
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৯:৪৪
২৫ বছর পর বড় ভাইয়ের সন্ধান পেল ছোট ভাই
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১৯৯৮ সালে বড় ভাই সোনা মিয়া (৬৫) বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। দীর্ঘ ২৫ বছর পর সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুকের মাধ্যমে ছোট ভাই মোরশেদ তার ভাইয়ের সন্ধান পান।


১৬ অক্টোবর, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (৬নং ওয়ার্ড) মিয়া বাড়ি সংলগ্ন মাওলানা সালাহ্ উদ্দিনের কাছ থেকে বড়-ভাইকে বুঝে নেন ছোট ভাই।


সোনা মিয়া ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের সিনামাছি গ্রামের মৃত একরাম হোসেনের বড়-ছেলে। সেই কিছুটা মানসিক ভারসাম্যহীন।


লক্ষ্মীপুর দারুল উলুম কালিম (আলিয়া) মাদ্রাসার সাবেক শিক্ষক মো. সালাহ্ উদ্দিন বলেন-২০১৭ সাল থেকে সোনা মিয়া তার কাছে আছে। একদিন চট্টগ্রাম ফার্নিচার নামে একটি দোকানের সামনে শুয়ে ছিল। কারো সঙ্গে তেমন কথাবার্তা বলেন না। বেশিরভাগ সময় চুপচাপ থাকেন। (আজ) ছোট ভাই মোরশেদ এসে তার ভাই বলে শনাক্ত করেন।


সোনা মিয়ার ছোট ভাই মোরশেদ জানান, ২৫ বছর পূর্বে তার ভাই বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। ভাইর চিন্তা করতে-করতে তার স্ত্রী শাহজাদা খাতুন ৬ মাস পূর্বে মারা যায়। তার ১ ছেলে রয়েছে। সে পেশায় শ্রমিক।


শিক্ষক মো. ফিরোজ আলম জানান, আমরা অনেকেই মনে করি থাকি ফেইসবুক একটি অপপ্রচারের জায়গা, আসলে না। আজ ফেইসবুকের কারণে এক ভাই দীর্ঘ ২৫ বছর পর তার ভাইকে পেয়েছে। পোস্ট দেখে আমি নিজেও শেয়ার করছি।


বিবার্তা/সুমন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com