চট্টগ্রামে খাদ্য ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৭:০৬
চট্টগ্রামে খাদ্য ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম কর্ণফুলীতে মেয়াদোর্ত্তীণ পরিবেশের ছাড়পত্র নিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় হাক্কানী করপোরেশন লিমিটেড নামক প্রতিষ্ঠানকে আবারও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবর মাসে একই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা গুনতে হয়।


সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাথরঘাটা এলাকার মইজ্জ্যারটেক মোড়স্থ হাক্কানী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, সিএমপি কর্ণফুলী থানার পুলিশ সদস্য ও আনসার।


জানা গেছে, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিলেন প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাদ্য। যা মাছ ও প্রাণীকে খাওয়ানো হলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।


লোকালয়ে এভাবে খাদ্য উৎপাদনের ফলে আশেপাশে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে। খবর পেয়ে হাক্কানী করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, গত আগস্ট মাসে মেয়াদোর্ত্তীণ হয়েছে পরিবেশের ছাড়পত্রের। এছাড়াও কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে। যা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে হাক্কানি করপোরেশন লিমিটেডে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বিবার্তা/জাহেদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com