নোয়াখালীতে ভার্চুয়ালি ৫ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৩:২০
নোয়াখালীতে ভার্চুয়ালি ৫ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনটি প্রকল্পের উদ্বোধন এবং আরও নতুন দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে, জেলার বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার জলাবদ্ধতা দূরীকরণে খাল পুনঃখনন।


হাতিয়া ও সুবর্ণচর উপজেলাধীন স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর স্থাপনাগুলো মেঘনার ভাঙন থেকে রক্ষায় জিওব্যাগ দিয়ে তীর সংরক্ষণ এবং চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ (সিডিএসপি-৪)।


১৬ অক্টোবর, সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


একই সময় আরও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্প দুটি হচ্ছে, ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্প এবং মেঘনা নদীর ভাঙন থেকে হাতিয়ার নলেরচর নির্মিত অবকাঠামো সমূহ রক্ষায়
প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন।


উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমিরুল ফয়সাল, জেলা প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি বৃন্দ।


বিবার্তা/সবুজ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com