জঙ্গিদের প্রতিহত করার সক্ষমতা আছে পুলিশের: ডিএমপি কমিশনার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১৮:৩৮
জঙ্গিদের প্রতিহত করার সক্ষমতা আছে পুলিশের: ডিএমপি কমিশনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপশক্তি জঙ্গি গ্রুপকে ব্যবহার করে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের দমনের মতো সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে।


০৮ অক্টোবর, রবিবার বিকেলে কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট আয়োজিত উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।


হাবিবুর রহমান বলেন, গণমাধ্যম ও পুলিশের পাশাপাশি আমাদের বিভিন্ন শ্রেণির লোকজন উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসলে জঙ্গিবাদে নির্মূল করা সম্ভব হবে। জঙ্গিবাদ দমনে একজন সংবাদকর্মী তার লেখনীর মাধ্যমে ভূমিকা রাখতে পারে। জঙ্গিবাদ দমনে সাংবাদিকদের ত্রিমুখী ভূমিকা পালন করতে হবে।


এ সময় তাকে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম গ্রহণ করা হবে।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মামুনুর রশিদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল।


বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com