মোংলায় নিখোঁজ গ্যাসের জাহাজের কর্মচারীর মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০
মোংলায় নিখোঁজ গ্যাসের জাহাজের কর্মচারীর মৃতদেহ উদ্ধার
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এলপিজি বহন করে মোংলায় আসা একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার জাবের আহমেদ নিখোঁজ হওয়ার ৩৪ ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় বন্দরের নির্মানাধীন সাইফপোট জেটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।


এর আগে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটি এলাকায় নিখোঁজ হয় জাবের আহম্মেদ।


মোংলা ফায়ার সার্ভিস (ইপিজেড) এর স্টেশন অফিসার আরদেশ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি খালাস করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১ জাহাজ। ওই জাহাজটির নিচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের।


পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে তারা মোংলার কোস্টগার্ডের ও ফায়ার সার্ভিসকে খবর দেন।


এর পর নিখোঁজোর ৩৪ ঘণাটা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল জাবের আহম্মেদের মৃতদেহ উদ্ধার করে।


জাবের আহমেদ ওই জাহাজের গ্রিজার পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে।


বিবার্তা/জাহিদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com