সী-বিচ পরিছন্নতা অভিযানে নেমেছে কোস্ট গার্ড
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩
সী-বিচ পরিছন্নতা অভিযানে নেমেছে কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার টেকনাফে জনসচেতনতা মুলক কার্যক্রমের পাশাপাশি সী-বিচ পরিছন্নতা অভিযানে নেমেছে কোস্ট গার্ড সদস্যরা।


এ সময় সী-বিচ প্রতিবেশীদের সচেতনতা মুলক সভা করে সী-বিচ ও উপকূলীয় এলাকায় পরিবেশ প্রতিবেশ সুরক্ষার সম্পর্কে সচেতনতা বাড়াতে পরামর্শ দিচ্ছেন।


টেকনাফে কোস্ট গার্ড প্রতিষ্ঠা লগ্ন থেকে উপকূলীয় এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান রোধ, সমুদ্র বন্দরের নিরাপত্তা সহায়তা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড সদস্যরা।
এরই ধারাবাহিকতায় (বুধবার) ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ ভাসানচর, টেকনাফ এবং সেন্টমার্টিনে কোস্টগার্ড কর্তৃক স্থানীয় প্রশাসন, জেলে, মাঝি, বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ও সাধারণ জনগণের উপস্থিতিতে এসব বিষয়ে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় মাদক ও মানব পাচার রোধ, চোরাচালান বন্ধ, অবৈধভাবে মৎস্য আহরণ রোধ, নৌযান সহ নৌ পথে জানমালের নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত আলোচনা করা হয়। এছাড়া সেন্টমার্টিন সী-বিচ এলাকার পরিবেশ রক্ষার্থে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সাধারণ জনগণ ও পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।


পরবর্তীতে স্থানীয় জনগণের সাথে সম্মিলিত ভাবে সী-বিচ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সম্পন্ন করেছে কোস্ট গার্ড সদস্যরা।


বিবার্তা/পুণ্য বর্ধন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com