'নতুন পদ্ধতি চালুতে কিছুটা ভিসা জটিলতা, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে'
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৫
'নতুন পদ্ধতি চালুতে কিছুটা ভিসা জটিলতা, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে'
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নতুন পদ্ধতি চালু করায় কিছুটা ভিসা জটিলতা তৈরি হয়েছে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, প্রতিদিন ১২০০ ভিসার আবেদন পড়ছে আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত ভিসার পারমিশন দিচ্ছি। সেই সাথে মেডিকেল ভিসা ১ থেকে ৩ দিনের মধ্যে দেওয়া হচ্ছে।


২৭ সেপ্টেম্বর, বুধবার দুপুরে হিলি সীমান্তের জিরো পয়েন্ট ও হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার উপরোক্ত কথা গুলো বলেন।


সাম্প্রতিক মাদক উদ্ধারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন মাদকপাচার রোধে দুই দেশের প্রশাসন কাজ করে যাচ্ছে।


এর আগে তিনি হিলি স্থলবন্দরের ডাকবাংলোয় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।


পরে তিনি হিলি জিরোপয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করেন সেখানে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীসহ সেদেশের প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এরপর হিলি স্থলবন্দরে আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি চন্ডিপুর একটি মন্দির পরিদর্শন শেষে বিকেলে রাজশাহীর উদ্দেশে রওনা হন।


এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়,হিলি-ঘোড়াঘাট সার্কেলের পুলিশ সুপার শরিফুল ইসলাম, ওসি আবু সায়েম মিয়া,উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি কাস্টমসের সহকারি কমিশনার বায়জিদ হোসেন,পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকেই উপস্থিত ছিলেন।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com