নড়াইলে রোগীদের মাঝে চেক বিতরণ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০০
নড়াইলে রোগীদের মাঝে চেক বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন রোগে আক্রান্ত ৯২ জন রোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।


২৩ সেপ্টেম্বর, শনিবার দুপুরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।


এ সময় আরো বক্তব্য রাখেন, নড়াইল জেলার সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, লোহাগড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাবেক জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না প্রমুখ।


সমাজ সেবা অধিদপ্তরের নীতিমালা মোতাবেক নড়াইলের লোহাগড়া উপজেলায় ক্যান্সার রোগে আক্রান্ত ২৩জন, কিডনি ১৮জন, লিভার সিরোসিস ৫জন, স্টকে প্যারালাইজড ৩৮জন, জন্ম গত হৃদ্‌রোগ ৫জন ও থ্যালাসেমিয়া ৩জন মোট ৯২জন রোগীকে চিকিৎসার জন্য প্রত্যেক রোগীকে এককালীন ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, নড়াইল জেলার জন্য ২০২২/২৩ অর্থ বছরে ১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ এনেছি। তার মধ্যে লোহাগড়া উপজেলা ৯২ জন রোগীকে ৫০ হাজার চেক প্রদান করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com