কুষ্টিয়ায় দুই উপজেলাতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১৮:০৯
কুষ্টিয়ায় দুই উপজেলাতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল ৮টা থেকে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং তা চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।


এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন এবং ভোট কেন্দ্র ১৪৫টি। আর খোকসা উপজেলায় ভোটের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন এবং ভোট কেন্দ্র ৫০টি।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com