টাঙ্গাইলে বাবার ভোট দিতে এসে ছেলে আটক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১৬:৪৬
টাঙ্গাইলে বাবার ভোট দিতে এসে ছেলে আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ ধাপে প্রথম উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে বাবার ভোট দিতে এসে ছেলে আটক হয়েছে। আটক নাজমুল (১৪) সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়া।


৮ মে, বুধবার দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ওই যুবককে আটক করে পুলিশ।


সুবকচনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে বাবার ভোট দিতে আসলে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করে সে জাল ভোট দিতে এসেছে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এস আই) আরিফ হোসেন তাকে আটক করে।


প্রিজাইডিং অফিসার আরো বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নিবে।


উল্লেখ্য, উপজেলার সুবকচনা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৬৪২ জন।


বিবার্তা/ইমরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com