
রাজধানীর দনিয়া এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আট শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন।
৮ মে, বুধবার বিকেল ৪টার দিকে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে আসেন তারা।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- জুঁই আক্তার মিম (১৮), মারিয়া আক্তার (১৮), বুশরা আক্তার (১৮), ফারিয়া আক্তার (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া আফরিন (১৮), ফারজানা আক্তার (১৮) ও রোজিনা আক্তার (১৯ )।
তাদের সাথে হাসপাতালে আসা আসমা আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, তারা সবাই দনিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। আজ তাদের কলেজে র্যাগ ডে ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তারা প্রায় ৫০ জন শিক্ষার্থী দনিয়া ট্রাকস্ট্যান্ডের পাশে একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখানে তারা প্রথমে কেক কাটেন। এরপর আনন্দ উল্লাস করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটা স্প্রে ব্যবহার করে।
এরপর সবাই ফ্রাইড রাইস, চিকেন ও সবজি খান। খাওয়ার কিছুক্ষণ পরে একে একে কয়েকজন অসুস্থ হয়ে পরে। তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ভালো চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর জানতে পারি আরো অনেক ছাত্রী অসুস্থ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। তবে তাদের শারীরক অবস্থা ভালো। ধারনা করা হচ্ছে কোনো কারণে একজন অসুস্থ হয়ে পরেছিল। তখন তার এ অবস্থা দেখে ভয়ে অনেকেই অসুস্থ হয়ে পরে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ি দনিয়া এলাকা থেকে আটজন শিক্ষার্থী অসুস্থ হয়ে (ঢামেক) হাসপাতালে এসেছে। তাদেরকে ভর্তি নেয়া হয়নি। মেডিসিন ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]